ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবককে হত্যার পর ড্রামে ভরে ভাসিয়ে দেওয়া হয় খালে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! আজ আমি এসেছি একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান নারীদের একপাশে রেখে দেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না: জাইমা রহমান প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস নগরীতে পৃথক অভিযানে মাদক-সহ নারীসহ গ্রেফতার ৫ আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে কল্যাণ সভা অনুষ্ঠিত জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গোদাগাড়ী ইউপি বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি তারেক রহমানের ত্বকের যত্নে অলিভ অয়েল যে ভাবে মাখবেন ‘অযোধ্যায় পরে যাওয়ার শাড়ি দিতে চাননি,মাসাবাকে কটাক্ষ কঙ্গনার ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৩ হাজারের বেশি যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি: আসিফ নজরুল

গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৫:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৫:২৮:১১ অপরাহ্ন
গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, পরিবর্তনের সুযোগ বারবার আসে না। এবার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। সুযোগ হাতছাড়া হলে দেশ আবার সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোট ২০২৬ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ নারী হলেও তাদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ লেখাপড়া জানেন না। সংসদ, উচ্চকক্ষ কিংবা গণভোট সম্পর্কে তারা সচেতন নন। প্রান্তিক পর্যায়ের নারী ভোটারদের কাছে সরাসরি গিয়ে এসব বিষয় সহজভাবে বোঝাতে হবে। বৈষম্য দূরীকরণ ও পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। এ কাজে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার নির্দেশনা দেন তিনি।

নূরজাহান বেগম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যে কাঙ্ক্ষিত পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। পরবর্তী সময়ে বহু আন্দোলন হলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এ আন্দোলনে অনেকেই সন্তান বা পরিবারের সদস্য হারিয়েছেন। তিনি বলেন, আর কোনো রক্তপাত বা আন্দোলন নয়—দেশে যেন আর হত্যাযজ্ঞ, গুম বা বিনা বিচারে শাস্তির ঘটনা না ঘটে, সেটিই জনগণের প্রত্যাশা।

তিনি আরও বলেন, সন্তানদের মাধ্যমে মা-বাবার কাছে গণভোট ও নির্বাচনের বার্তা পৌঁছে দিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এনজিও কর্মী এবং মসজিদের ইমামদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। পাশাপাশি তারা বিষয়গুলো কতটা বুঝছে, সে বিষয়ে ফিডব্যাক নেওয়ার নির্দেশ দেন তিনি। ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে জানান, গণভোটে হ্যাঁ ভোটের চিহ্ন হবে টিক।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যারা নির্বাচন ও গণভোট চায় না, তারাই এসব গুজব ছড়াচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, অপরাধ করলে কেউ পার পাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে গুজব ও অপরাধ প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে জানাতে হবে। তবে কোনো প্রার্থী বা দলের পক্ষে প্রচার করা যাবে না, এমনকি হাততালিও দেওয়া যাবে না। সরকারি কর্মকর্তা হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তবে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা আইনগতভাবে বৈধ বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এন মাসুদ উল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম আলীসহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা