ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ওসিকে ধাক্কা মেরে পালালেন ছাত্রলীগ নেতা যুবককে হত্যার পর ড্রামে ভরে ভাসিয়ে দেওয়া হয় খালে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! আজ আমি এসেছি একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান নারীদের একপাশে রেখে দেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না: জাইমা রহমান প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস নগরীতে পৃথক অভিযানে মাদক-সহ নারীসহ গ্রেফতার ৫ আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে কল্যাণ সভা অনুষ্ঠিত জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গোদাগাড়ী ইউপি বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ জুলাই যোদ্ধাদের দেখভালের প্রতিশ্রুতি তারেক রহমানের ত্বকের যত্নে অলিভ অয়েল যে ভাবে মাখবেন ‘অযোধ্যায় পরে যাওয়ার শাড়ি দিতে চাননি,মাসাবাকে কটাক্ষ কঙ্গনার

ত্বকের যত্নে অলিভ অয়েল যে ভাবে মাখবেন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:৫৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:৫৬:১১ অপরাহ্ন
ত্বকের যত্নে অলিভ অয়েল যে ভাবে মাখবেন ফাইল ফটো
ত্বকের যত্নে একটি তেল পরিচিত, সেটি হল অলিভ অয়েল। সর্ষের তেল যাঁরা মাখতে চান না, তাঁরাও ভরসা রাখেন অলিভ অয়েলে। কিন্ত সত্যিই কি তা উপকারী?

কী এমন আছে এতে?
জলপাই গাছের ফল থেকে পাওয়া যায় এই তেল। ভিটামিন ই, পলিফেনল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ তেলটি ত্বকের সুরক্ষা বর্ম হিসাবে কাজ করে। ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। পলিফেনল হল অ্যান্টি-অক্সিড্যান্ট। এ ছাড়াও তেলে থাকা ফ্যাটি অ্যাসিড রুক্ষ ত্বককে নরম এবং মসৃণ রাখে। শুষ্ক এবং সাধারণ ত্বকের জন্য এই তেল অত্যন্ত উপকারী।

ত্বকের যত্নে কী ভাবে তা ব্যবহার করবেন?
ক্লিনজার: এই তেলটি কিন্তু ক্লিনজার হিসাবেও কাজ করে। মুখ মেকআপ থাকলে তেল নিয়ে আলতো মালিশ করুন। তার পরে তুলো দিয়ে টান দিলেই মেকআপ ও ময়লা উঠে আসবে। অলিভ অয়েল সারা গায়ে মালিশ করে নিন। তার পরে গরম জলে নরম একটি কাপড় ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। সেই কাপড় দিয়ে গা মুছে নিন। ত্বক পরিষ্কার হয়ে যাবে।

বলিরেখা দূর হবে কী ভাবে?
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুখের মাংসপেশির স্থিতিস্থাপকতা কমে যায়। ত্বক টানটান রাখতে ক্রিয়াশীল কোলাজেন নামক প্রোটিনের মাত্রাও কমতে থাকায় ত্বক শিথিল হয়ে যায়, বলিরেখা পড়ে। এমুন ত্বকের জন্য বিশেষ উপকারী হয়ে উঠতে পারে অলিভ অয়েল। একটি বাটিতে অলিভ অয়েল নিয়ে গরম জলে বসিয়ে রাখলেই তেল হালকা গরম হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর তেলটি মুখে ভাল করে মাসাজ করতে হবে। ফেশিয়াল মাসাজের ধাপগুলি অনুসরণ করতে পারলে ভাল হয়। নিয়ম করে তেল মাসাজ করে শুলে ধীরে ধীরে বার্ধক্যের ছাপ কাটিয়ে চামড়া টানটান হয়ে উঠবে।

কালচে ছোপ দূর করবে: রোদের তাপে ত্বক কালো হয়ে যায়। মুখে কালচে ভাব চলে আসে। তা তুলতে হলুদ খুব গুণের। এতে থাকা কারকিউমিন শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। ১ টেবিল চামচ কাঁচা হলুদের সঙ্গে ৫ টেবিল টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং সারা গায়ে মাখতে পারেন। সামিয়ক ভাবে গাত্রবর্ণ হলুদ হয়ে যাবে বটে, তবে বডি শ্যাম্পু ব্যবহার করলে তা উঠেও যাবে। এই ভাবে সপ্তাহে এক বা দু’দিন তেল মালিশ করলে ত্বক উজ্জ্বল হবে।

মুখে ফিরবে আভা: বেসন ত্বকের জন্য খুব ভাল ক্লিনজার। এক টেবিল চামচ বেসন ১ টেবিল চামচ গোলাপজল দিয়ে গুলে নিন। তার যোগ করুন কয়েক ফোঁটা অলিভে অয়েল। মুখে মাসাজ করে মিনিট পাঁচেক রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ তরতাজা দেখাবে।

শুষ্ক ত্বক মসৃণ হবে: যাঁদের ত্বকের ধরন ভীষণ শুষ্ক, তাঁদের জন্য এই প্যাকটি ভাল। ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে এটি ভাল করে মালিশ করতে হবে। মিনিট পাঁচেক রেখে জল দিয়ে ধুয়ে নিন বা ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ধীরে ধীরে শুষ্ক ভাব উধাও হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা