ইরানজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। মানবাধিকার সংগঠনের এইচআরএএন এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন বলছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। তবে সানডে টাইমসের দাবি ইরানে নিহতের সংখ্যা সাড়ে ১৬ হাজারের বেশি।
এদিকে কঠোর দমন-পীড়নের কারণে বর্তমানে বিক্ষোভ অনেকাংশে স্তিমিত হয়ে পড়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। নতুন করে দেশটির কোনও প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বিক্ষোভ-সহিংসতা কমে আসায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইরানের জনজীবন। ইন্টারনেট এবং যোগাযোগের নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেয়ার কথাও জানিয়ে ইরান সরকার।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বাসিন্দারা বলছেন, বিক্ষোভ আপাতত থেমেছে বলেই মনে হচ্ছে। এর মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।
অর্থনৈতিক দুর্দশার ক্ষোভ থেকে গত ২৮ ডিসেম্বর উদ্ভূত ইরানের এবারের বিক্ষোভ খুব দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে।
প্রতিবেদন বলছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। তবে সানডে টাইমসের দাবি ইরানে নিহতের সংখ্যা সাড়ে ১৬ হাজারের বেশি।
এদিকে কঠোর দমন-পীড়নের কারণে বর্তমানে বিক্ষোভ অনেকাংশে স্তিমিত হয়ে পড়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। নতুন করে দেশটির কোনও প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বিক্ষোভ-সহিংসতা কমে আসায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইরানের জনজীবন। ইন্টারনেট এবং যোগাযোগের নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেয়ার কথাও জানিয়ে ইরান সরকার।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বাসিন্দারা বলছেন, বিক্ষোভ আপাতত থেমেছে বলেই মনে হচ্ছে। এর মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।
অর্থনৈতিক দুর্দশার ক্ষোভ থেকে গত ২৮ ডিসেম্বর উদ্ভূত ইরানের এবারের বিক্ষোভ খুব দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে।
আন্তজার্তিক ডেস্ক