রাজশাহীর সীমান্তে একটি সরিষা ক্ষেতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবি’র ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২৬ বোতল BRONCOF-C ভারতীয় সিরাপ, ৩ বোতল MONOGOLD সিরাপ এবং ৯ বোতল ZEBISCAN সিরাপ মোট ৩৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় নিষিদ্ধ সিরাপ আইনানুগ প্রক্রিয়ায় দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবি’র ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২৬ বোতল BRONCOF-C ভারতীয় সিরাপ, ৩ বোতল MONOGOLD সিরাপ এবং ৯ বোতল ZEBISCAN সিরাপ মোট ৩৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় নিষিদ্ধ সিরাপ আইনানুগ প্রক্রিয়ায় দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :