ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্ঞানের চূড়ান্ত উৎস আল-কোরআন যদি টালবাহানা করতেই থাকেন, তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব: রাফসান রাকিব ক্রিকেটারদের চাপা কষ্ট শোনালেন মিরাজ ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল ঘাড় 'ফাটানো' আরামদায়ক হলেও মোটেও নিরাপদ নয় SIR শুনানি ঘিরে ক্রমেই বাড়ছে তালিকা, এবার সমন পেলেন সৌমিতৃষা অস্ট্রেলিয়ান ওপেনে সত্যিই ‘কামব্যাক’ ফেডেরারের যৌবনের উজ্জ্বলতা বৃদ্ধিতেই নয়, বন্ধ্যত্ব দূর করতেও কাজে আসে ভিটামিন ই! ৫ স্বাস্থ্যকর খাবার: ভুল ভাবে খাচ্ছেন বলে শরীরে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে ৬ কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ জামায়াতের সঙ্গ ছেড়ে ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের ২০ জানুয়ারিই হচ্ছে শাকসু নির্বাচন আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে কলেজছাত্রীকে ‘ভুল’বহিষ্কার, আদালতে ক্ষমা চাইল ট্রাম্প প্রশাসন নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বাণিজ্যর চেষ্টা ব্যর্থ নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

৫ স্বাস্থ্যকর খাবার: ভুল ভাবে খাচ্ছেন বলে শরীরে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৫০:০০ অপরাহ্ন
৫ স্বাস্থ্যকর খাবার: ভুল ভাবে খাচ্ছেন বলে শরীরে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে ছবি: সংগৃহীত
স্বাস্থ্যকর ভাবে রোজের ডায়েটে অনেক খাবারই যোগ করা হয়। কিন্তু খাওয়ার সময় এমন কিছু ভুল করা হয়, যা শেষমেশ শরীরের ক্ষতিই করে। এই ভুলগুলি হয়ে থাকে সম্পূর্ণ অজান্তেই। ফলে দিনের পর দিন একই ত্রুটি হয়ে চলে। শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে নজর দিলে হবে না। কী ভাবে খাচ্ছেন, তার উপরেও নজর দিতে হবে। সুস্থ থাকতে খাওয়ার পদ্ধতিতেও আনতে হবে বদল।

দই: রোজকার পাতে দই থাকে অনেকেরই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি আরও ভাল করতে দইয়ের জুড়ি মেলা ভার। শরীরে শক্তি বাড়াতে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দরকার, তেমনই খেয়াল রাখতে হবে, যেন খাবারের মধ্যে ভিটামিন ও খনিজ সমান পরিমাণে থাকে। সে জন্যই রোজের পাতে প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই রাখতে বলেন পুষ্টিবিদেরা। অনেকেই গরম ভাতের সঙ্গে দই মিশিয়ে খেতে পছন্দ করেন। এই অভ্যাস কিন্তু ভাল নয়। গরমের কারণে দইয়ের ভিতরে থাকা উপকারী ব্যাক্টেরিয়াগুলি মরে যায়। ফলে দইয়ের কোনও গুণই যায় না শরীরে।

কমলালেবু: শীত মানেই কমলালেবুর মরসুম। কমলালেবুতে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন সি। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। শীতকালীন সর্দি-কাশি থেকে দূরে থাকতে সাহায্য করে কমলালেবু। তা ছাড়া শীতকালে জল খাওয়ার প্রবণতা কমে যায়। সে ক্ষেত্রে জলের বিকল্প হতে পারে কমলালেবু। ত্বকের যত্ন নিতেও কমলালেবুর ভূমিকা অপরিহার্য। কমলালেবুতে থাকা ভিটামিন সি ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। তা ছাড়া কমলালেবুতে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেলস— সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নিতে কমলালেবু সত্যিই উপকারী। তবে কমলালেবুর রস বানিয়ে খান কেউ কেউ। এতে কিন্তু শরীরে লাভের বদলে ক্ষতি বেশি হয়। রস করলে সব ফাইবার বেরিয়ে যায়, আর রসের মাধ্যমে রক্তের শর্করার মাত্রা একলাফে অনেকটা বেড়ে যায়।

কলা: কলার স্বাস্থ্যগুণ অনেক। হৃদ্‌যন্ত্র ভাল রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ— সবেতেই কলার ভূমিকা অনেক। মানসিক অবসাদে ভুগলেও রোজ কলা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। কলায় কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে। কলায় থাকা আয়রন রক্তাল্পতার মতো রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ভিটামিন বি-র মতো একাধিক স্বাস্থ্যগুণ সমৃদ্ধ এই ফল শরীরের যত্ন নেয়। প্রাতরাশে অনেকেই কলা খান। তবে খালি পেটে এই ফল খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। তাই প্রাতরাশে কিছু খেয়ে তার খানিক ক্ষণ পরেই কলা খেতে হবে।

পাতিলেবু: রোজকার ডায়েটে লেবু রাখা ভীষণ জরুরি। লেবুতে থাকে ভিটামিন সি, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর চাঙ্গা রাখে, ত্বক ও চুলের জেল্লা বৃদ্ধি করে। তবে খুব বেশি গরম জলে লেবু মিশিয়ে খেলে তাতে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়, তাই কোনও লাভ হয় না। তাই লেবু জল খেতে হলে ঘরের তাপমাত্রায় রাখা জলে মিশিয়ে খান।

মধু: শীতে সংক্রমণ ঠেকাতে মধুও দারুণ উপকারী। তবে লেবুর মতোই অতিরিক্ত গরম জলে মেশালে মধুর গুণও নষ্ট হয়ে যায়। তাই মধু খেতে হলে ঈষদুষ্ণ জলে মিশিয়েই খাওয়া ভাল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২