ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের উদ্দ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর ৯নং ওয়র্ডে দোয়া মাহফিল ও খাবার বিতরণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৫ রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থানে রাবি প্রশাসন জ্ঞানের চূড়ান্ত উৎস আল-কোরআন যদি টালবাহানা করতেই থাকেন, তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব: রাফসান রাকিব ক্রিকেটারদের চাপা কষ্ট শোনালেন মিরাজ ৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল ঘাড় 'ফাটানো' আরামদায়ক হলেও মোটেও নিরাপদ নয় SIR শুনানি ঘিরে ক্রমেই বাড়ছে তালিকা, এবার সমন পেলেন সৌমিতৃষা অস্ট্রেলিয়ান ওপেনে সত্যিই ‘কামব্যাক’ ফেডেরারের যৌবনের উজ্জ্বলতা বৃদ্ধিতেই নয়, বন্ধ্যত্ব দূর করতেও কাজে আসে ভিটামিন ই! ৫ স্বাস্থ্যকর খাবার: ভুল ভাবে খাচ্ছেন বলে শরীরে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে ৬ কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ জামায়াতের সঙ্গ ছেড়ে ২৬৮ আসনে লড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের ২০ জানুয়ারিই হচ্ছে শাকসু নির্বাচন আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন

আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৩৪:২৮ অপরাহ্ন
আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজার প্রশাসন পরিচালনার জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই কমিটি গঠন করা হয় বলে মিশরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যবিশিষ্ট এই নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথকে। তিনি ব্যতীত অন্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি।
 
এদিকে গাজা পরিচালনায় আলি শাথের নেতৃত্বে বানানো ‘টেকনোক্র্যাট সরকারকে’ সমর্থন দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
 
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সমর্থনের কথা জানান।
 
ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট, দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে সমর্থন জানাচ্ছি, এই কমিটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধির সহায়তায় পরিচালিত হবে।
 
গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে, গাজার এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে। এর নেতৃত্বে থাকবেন আলী আবদেল হামিদ শাথ। প্রেকৌশলীয় হামিদ শাথ এক সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ বা প্যালেস্টাইনিয়ান অথরিটির (পিএ) নেতৃত্বাধীন সরকারের উপ পরিকল্পনামন্ত্রী ছিলেন।
  
অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি ঘোষণার পর শান্তি পরিষদ বা বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টেকনোক্র্যাট কমিটি বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
 
শান্তি পরিষদ গঠনের বিষয়টি নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। এই পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান এবং  মর্যাদাপূর্ণ পরিষদ।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

রাজশাহীতে পৃথক তিন অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ