রাজশাহী নগরীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে অভিযুক্ত যুবক ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে।
বুধবার রাতেই নাবালিকার মা কাটাখালী থানায় ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর বুধবার রাতেই কাটাখালী থানা-পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
বৃহস্পতিবার কাটাখালী থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কদেরী বলেন, বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে রাতেই গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে অভিযুক্ত যুবক ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে।
বুধবার রাতেই নাবালিকার মা কাটাখালী থানায় ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর বুধবার রাতেই কাটাখালী থানা-পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
বৃহস্পতিবার কাটাখালী থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কদেরী বলেন, বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে রাতেই গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক