রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় সিরাপ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র একটি আভিযানিক দল ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় দামকুড়া থানাধীন হাজিরবাতান এলাকার একটি কলা বাগান দিয়ে দুইজন চোরাকারবারি সীমানা অতিক্রম করে আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করতে গেলে চোরাকারবারিরা সঙ্গে থাকা একটি কার্টুন ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। এ সময়
পরে কার্টুন ভেতর থেকে ভারতীয় BRONCOF-C সিরাপ ৮ বোতল ও ZEBISCAN সিরাপ ৩৫ বোতল জব্দ করা হয়।। জব্দকৃত সিরাপ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় দামকুড়া থানাধীন হাজিরবাতান এলাকার একটি কলা বাগান দিয়ে দুইজন চোরাকারবারি সীমানা অতিক্রম করে আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করতে গেলে চোরাকারবারিরা সঙ্গে থাকা একটি কার্টুন ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। এ সময়
পরে কার্টুন ভেতর থেকে ভারতীয় BRONCOF-C সিরাপ ৮ বোতল ও ZEBISCAN সিরাপ ৩৫ বোতল জব্দ করা হয়।। জব্দকৃত সিরাপ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :