রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর এলাকার একটি ফুটবল মাঠসংলগ্ন ঝোপঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ BRONCOF-C সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদক দ্রব্য রাজপাড়া থানায় জমা দেওয়া হয়েছে।
একই দিন সকাল ১০টার দিকে নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১ হাজার ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি নৌকা-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ বাবু (৩৫), সে নগরীর দামকুড়া থানাধীন চরমাজারদিয়া এলাকার পিতা মোঃ নজরুল ইসলামের ছেলে এবং মো আনোয়ার হোসেন (৩৬), একই এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গ্রেফতার আসামি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর এলাকার একটি ফুটবল মাঠসংলগ্ন ঝোপঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ BRONCOF-C সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদক দ্রব্য রাজপাড়া থানায় জমা দেওয়া হয়েছে।
একই দিন সকাল ১০টার দিকে নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১ হাজার ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি নৌকা-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ বাবু (৩৫), সে নগরীর দামকুড়া থানাধীন চরমাজারদিয়া এলাকার পিতা মোঃ নজরুল ইসলামের ছেলে এবং মো আনোয়ার হোসেন (৩৬), একই এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গ্রেফতার আসামি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :