রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাবির সিনেট ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত করেছে।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বলেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি কর্মকর্তাদের ওপর হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, কর্মস্থলে সৃষ্ট অশান্তি ও ভয়ভীতি শুধু কর্মকর্তা-কর্মচারীদেরই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তারা দাবি করেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক এবং সদস্য রোকসানা বেগম টুকটুকি মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ মানববন্ধন কর্মসূচি মঙ্গলবার ১৩ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি সভায় গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বলেন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি কর্মকর্তাদের ওপর হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, কর্মস্থলে সৃষ্ট অশান্তি ও ভয়ভীতি শুধু কর্মকর্তা-কর্মচারীদেরই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। তারা দাবি করেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক এবং সদস্য রোকসানা বেগম টুকটুকি মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ মানববন্ধন কর্মসূচি মঙ্গলবার ১৩ জানুয়ারি অনুষ্ঠিত জরুরি সভায় গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।
মোসাঃ মিতু খাতুন