ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ , ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ের জামগ্রামে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু, তিন দিনব্যাপী উৎসব ও মিলনমেলা রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ‘ভূতের বাড়ি’ বাঘায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ বেগমগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার নাবালিকা ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক! মাদ্রাসায় অগ্নিসংযোগ রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক, ফেনসিডিল ও জব্দ মদ শহরায়নের চাপে রাজশাহীতে বিলুপ্তির পথে খেজুর গাছ, সংকটে শীতের ঐতিহ্যবাহী রস মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে: নেতাকর্মীরা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে একজন প্রাণ হারালেন গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমিরাত বলিউডের 'নোংরা খেলা' নিয়ে কী বললেন তাপসী পান্নু গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশ-ইন প্যাকেটজাত খাবারের কিছু উপাদান অজান্তেই ক্ষতি করছে এন্ডোমেট্রিয়োসিস যন্ত্রণার! এড়াতে হলে মহিলাদের বদলাতে হবে ৩ অভ্যাস কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক ‘স্পিরিট’ ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৬০ কোটি! ইরানে গণবিক্ষোভ: নিহত বেড়ে প্রায় ২৫০০!

মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে: নেতাকর্মীরা

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৪:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৪:১০:৪৯ অপরাহ্ন
মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে: নেতাকর্মীরা মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে: নেতাকর্মীরা
রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ এর নেতৃত্বে দল বর্তমানে সুসংগঠিত ও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। 

বিএনপি সূত্র জানায়, তার নেতৃত্বে দলীয় কার্যক্রম গতিশীল ও তৃণমূল পর্যায়ে সক্রিয় হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দলীয় নেতারা জানান, মামুনুর রশিদ দুঃসময়ে রাজপথে থেকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এর মধ্যে ফ্যাসিস্ট শাসনের সময় তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন; র‌্যাব সদস্যদের হাতে অপহৃত হয়ে নগরীর ভদ্রা আবাসিক এলাকায় ফাঁকা স্থানে নিয়ে একাধীক গুলির করে র‌্যাব সদস্যরা। ওই সময় তিনি প্রাণে বেঁচে গেলেও থাইয়ের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন চিকিৎসার গ্রগণের পর তিনি সুস্থ হলেও  সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। যা রাজশাহীর মানুষ তথা দলের নেতা-কর্মীদের  ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে দাবি করেন নেতাকর্মীরা।

বিএনপি নেতারা বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি মহানগর বিএনপি’র ওয়ার্ড ও থানা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছেন। নিয়মিত সভা-সমাবেশ, নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তৃণমূলকে গুরুত্ব দিয়ে দলের ভেতরের দুর্বলতা দূর করার ক্ষেত্রে উদ্যোগ নেয়ার ফলে পুরনো নিষ্কিৃয় ইউনিটগুলো পুনরায় সক্রিয় হয়েছে।

মহানগর বিএনপির একাধিক নেতা উল্লেখ করেন, তিনি একজন ধার্মিক ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে শালীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখার কারণে নেতাকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এই নৈতিক অবস্থান দলকে একত্রিত ও শক্তিশালী রাখার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সংগঠিত ও সক্রিয় কাঠামো দলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে নেতৃত্বকে আরও ধারাবাহিক কর্মসূচি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে এই শক্ত অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তারা।

দলীয় সূত্র জানায়, মামুনুর রশিদ বারবার নেতাকর্মীদের ঐক্য, ধৈর্য ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশব্যাপী ধানের শীষ প্রতিকের প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে সকল শ্রেণী-পেশার জনগণকে সমর্থন ও অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ