নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হোসেন আলী (২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোরে উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন আলী, তিনি উপজেলার হাঁপানিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল ৬টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানাধীন ১৬ বিজিবির অধীনস্থ হাঁপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণসদা নামক স্থানে অভিযান চালায়।
এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৮শ’ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি ভারতীয় সিমকার্ড ও একটি ব্যাগ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে । জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মেজর মো. শফিকুর রহমান, অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
সোমবার ভোরে উপজেলার হাঁপানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন আলী, তিনি উপজেলার হাঁপানিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল ৬টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানাধীন ১৬ বিজিবির অধীনস্থ হাঁপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণসদা নামক স্থানে অভিযান চালায়।
এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৮শ’ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি ভারতীয় সিমকার্ড ও একটি ব্যাগ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে । জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মেজর মো. শফিকুর রহমান, অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
তাসমিরা তাবাসসুম :