রাজশাহীর দামকুড়ায় ১৩ বোতল ভারতীয় জেবিস্কান সিরাপ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মাজারদিয়া বিওপি’র একটি দল।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ৭টায় নগরীর দামকুড়া থানার প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানকালে একটি ইজি বাইক তল্লাশির সময় চেকপোস্টের কিছুটা দূরে একটি মোটরসাইকেল আরোহী তার সঙ্গে থাকা একটি ব্যাগ রাস্তার পাশে ফেলে দিক পরিবর্তন করে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগের ভেতর থেকে ভারতীয় জেবিস্কান সিরাপ ১৩ বোতল জব্দ করে।
জব্দকৃত সিরাপগুলো দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ৭টায় নগরীর দামকুড়া থানার প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানকালে একটি ইজি বাইক তল্লাশির সময় চেকপোস্টের কিছুটা দূরে একটি মোটরসাইকেল আরোহী তার সঙ্গে থাকা একটি ব্যাগ রাস্তার পাশে ফেলে দিক পরিবর্তন করে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগের ভেতর থেকে ভারতীয় জেবিস্কান সিরাপ ১৩ বোতল জব্দ করে।
জব্দকৃত সিরাপগুলো দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :