গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও শিক্ষানুরাগী মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা শেষে তাঁর জ্যেষ্ঠ ভাতিজা মো. মঞ্জুর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়াত এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মো. মঞ্জুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াত এমপির জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।
স্মরণসভায় স্মৃতিচারণ ও দোয়ার সময় আবেগঘন বক্তব্য দেন মঞ্জুর রহমান। তাঁর কথাবার্তায় গভীর আবেগ ও অতীত স্মৃতির প্রকাশ থাকলেও কেউই বুঝতে পারেননি সেটিই তাঁর জীবনের শেষ উপস্থিতি হতে যাচ্ছে। দিনের সব কর্মসূচি শেষ হওয়ার পর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় উপজেলার পাঁচশিসা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, গুরুদাসপুর–বড়াইগ্রামে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মোজাম্মেল হক ২০২৩ সালের ১২ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক। ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক সহকর্মী হিসেবে মো. মঞ্জুর রহমান বিএনপির জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেন, “প্রিয় চাচা মঞ্জুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ভদ্র, বিনয়ী ও পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক