ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:২১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:২১:৩২ অপরাহ্ন
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব
কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন ও কাক্সিক্ষত সংস্কার বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, দীর্ঘদিন কর্তৃত্ববাদী শাসনের কারণে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন গণভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে।

সোমবার সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, গণভোট নাগরিকের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গণভোটে চারটি প্রশ্নের মাধ্যমে মোট ১১-১২টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সঙ্গে সম্পৃক্ত। তিনি জানান, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছেÑএকজন ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না; সংবিধান সংশোধনে জনমতের প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে পুনরায় গণভোট আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, ক্ষমতার ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ইন্টারনেট সেবা অব্যাহত রাখা এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের সুযোগ সীমিত করার মতো বিষয়গুলোও গণভোটের প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, এসব সংস্কারের লিখিত দলিল হলো জুলাই সনদ। ন্যায্যতা ও সুশাসনের মাধ্যমে দেশ পরিচালনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, পরিবার ও সমাজে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চাইলে পরিবর্তন সম্ভব। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে গণভোটের তাৎপর্য বোঝাতে নারীদের মুখপাত্র হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি জানান, গণভোট প্রচারে জেলা তথ্য অফিসের মাধ্যমে ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও ৪ হাজার ৫৯৮ ইউনিয়নে নিবিড় কার্যক্রম চলছে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে মাহবুবা ফারজানা বলেন, এবারের নির্বাচন হবে ইউনিক এবং শতাব্দীর সেরা নির্বাচন। এ প্রসঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান।

রাজশাহী সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ।

রাজশাহী কলেজের পৃথক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী সভাপতিত্ব করেন। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ