চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ।
এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে গতকাল (১১ জানুয়ারি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক নিজ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কোনো ধরনের প্রচারণা ছাড়াই রাতের আঁধারে তিনি বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে উষ্ণতার প্রতীক কম্বল তুলে দেন।
বিজিবির এই মানবিক সহায়তায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবির এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা ও মনোবল বাড়িয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়কের এই উদ্যোগ বেসামরিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের মানবদরদী কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালীদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং শীতকালীন দুর্ভোগ লাঘবে ইতিবাচক ভূমিকা রাখবে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ।
এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে গতকাল (১১ জানুয়ারি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক নিজ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কোনো ধরনের প্রচারণা ছাড়াই রাতের আঁধারে তিনি বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে উষ্ণতার প্রতীক কম্বল তুলে দেন।
বিজিবির এই মানবিক সহায়তায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবির এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা ও মনোবল বাড়িয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়কের এই উদ্যোগ বেসামরিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের মানবদরদী কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালীদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং শীতকালীন দুর্ভোগ লাঘবে ইতিবাচক ভূমিকা রাখবে।