ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৮:৪৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৮:৪৯:৩৬ অপরাহ্ন
চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেকেই মনে করেন গণভোটে কোনো মার্কা নেই। কিন্তু গণভোটের মার্কা রয়েছে, হ্যাঁ হলে টিক চিহ্ন, আর না হলে ক্রস চিহ্ন। তাই চাইলে পরে ঠিক করুন, তবে সিল দিন টিক (হ্যাঁ)।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজশাহী নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় কিছু ভিন্নমত থাকলেও গণভোট আয়োজনের প্রশ্নে কোনো রাজনৈতিক দলের দ্বিমত ছিল না। তিনি জানান, সব রাজনৈতিক দলই জুলাই সনদ বাস্তবায়নে একমত পোষণ করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বড় একটি সংকটের মূল কারণ হলো সঠিকভাবে নির্বাচন আয়োজন করতে না পারা। যতদিন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, ততদিন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছিল। এই ব্যবস্থা বাতিল হওয়ার পর কীভাবে পরবর্তী তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের পথে সরকার এগোতে চায়। রাষ্ট্রব্যবস্থা কার্যকর করতে হলে দেশের বর্তমান সংবিধান ও আইন পরিবর্তন করা জরুরি। অন্যথায় সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে পড়বে। স্বাধীনতার ৫৪ বছর পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, সামনের বাংলাদেশের দরজা খোলার চাবি জনগণের হাতেই রয়েছে। দরজাটি খুলবেন কি না, সে বিষয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। সাদা ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোলাপি ব্যালটে অবশ্যই টিক চিহ্নে ভোট দিতে হবে, কারণ এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। এই ভবিষ্যৎ গঠনের দায়িত্ব সবাই মিলে পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিললুর রহমান।

সম্মেলনে রাজশাহী বিভাগের ইমাম, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ