ঢাকা–১৪ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব)। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিরপুরের কল্যাণপুরে অবস্থিত তাঁর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এস এ সিদ্দিক সাজু ও ট্র্যাবের সভাপতি আজিজুল হাকিমের মধ্যে সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত স্বার্থ এবং আসন্ন নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাবের সভাপতি আজিজুল হাকিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উল্লাহ স্বাধীন, সংগঠনের সদস্য ওমর ফারুক নিলয়, মীর্জা আমিন আহমেদ, মোহাম্মদ নুরুল হুদা ও মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন খাত ও সাংবাদিক সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো ট্র্যাবের একটি ধারাবাহিক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে এস এ সিদ্দিক সাজু ও ট্র্যাবের সভাপতি আজিজুল হাকিমের মধ্যে সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত স্বার্থ এবং আসন্ন নির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাবের সভাপতি আজিজুল হাকিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উল্লাহ স্বাধীন, সংগঠনের সদস্য ওমর ফারুক নিলয়, মীর্জা আমিন আহমেদ, মোহাম্মদ নুরুল হুদা ও মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন খাত ও সাংবাদিক সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো ট্র্যাবের একটি ধারাবাহিক উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তাসমিরা তাবাসসুম (নওগাঁ প্রতিনিধি):