রাজশাহী মহানগরীর কাটাখালীতে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারী) রাত পোনে ১০টায় কাটাখালী থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রাম হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো: জাকারিয়া (৩৩), মো: রাব্বি মিয়া (২৬) ও মো: লিটন মিয়া (৩১)। জাকারিয়া রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মো: বাবর আলীর ছেলে; রাব্বি একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার মো: আবেদ আলীর ছেলে ও লিটন একই থানার শ্যামপুর নগরপাড়া এলাকার মো: আয়নাল হকের ছেলে।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীর তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স কাটাখালী থানার বেলঘরিয়া বাদলের মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলার অপরাধে জাকারিয়া, রাব্বি ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫৬০ টাকা ও ১ সেট তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে রোববার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) রাত পোনে ১০টায় কাটাখালী থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রাম হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো: জাকারিয়া (৩৩), মো: রাব্বি মিয়া (২৬) ও মো: লিটন মিয়া (৩১)। জাকারিয়া রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মো: বাবর আলীর ছেলে; রাব্বি একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার মো: আবেদ আলীর ছেলে ও লিটন একই থানার শ্যামপুর নগরপাড়া এলাকার মো: আয়নাল হকের ছেলে।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীর তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স কাটাখালী থানার বেলঘরিয়া বাদলের মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলার অপরাধে জাকারিয়া, রাব্বি ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫৬০ টাকা ও ১ সেট তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে রোববার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :