ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কাটাখালীতে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার লালপুরে ভিডিপি সদস্যদের জন্য নব-নির্মিত ঘরের উদ্বোধন নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু

তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৯:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৯:৩৬:৪৫ অপরাহ্ন
তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক তানোরে সুদের টাকা আদায় করতে ভুটভুটি গাড়ি আটক (ফাইল ফটো)
রাজশাহীর তানোরে দাদনে নেয়া টাকার সুদের টাকা আদায় করতে এক দিনমজুরের ভুটভুটি গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে।

এঘটনায় ভুক্তভোগী চকদমদমা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ভুটভুটি চালক মিলন আলী (৫৩) বাদি হয়ে জুড়ানপুর গ্রামের এন্তাজ আলীর পুত্র ওয়াসিম হোসেনকে (৩৫) বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। 

এদিকে অভিযোগে বলা হয়েছে, প্রায় ১০ মাস আগে জুড়ানপুর গ্রামের ওয়াসিম হোসেনের কাছ থেকে ধার বাবদ ৬৫ হাজার টাকা গ্রহণ করেন মিলন। তিনি দশ মাস যাবত প্রতি মাসে সুদ বাবদ ১০ হাজার করে জমা দেন।কিন্ত্ত প্রচন্ড শীতের কারণে তেমন কাজকর্ম না থাকায় গত মাসের সুদের টাকা দিতে পারেননি ভুক্তভোগী ভুটভুটি চালক মিলন আলী। পরবর্তীতে টাকা পরিশোধে জন্য সময়ের প্রয়োজন হওয়ায় টাকা পরিশোধে বিলম্ব হলে অভিযুক্ত ওয়াসিম আলী কৌশলে ভুক্তভোগী মিলনের স্ত্রী ও পুত্রের নামে থাকা দুটি ব্যাংক হিসাবের ফাঁকা চেক হাতিয়ে নেন।

এদিকে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ওয়াসিম ভুক্তভোগী  মিলনের বাড়িতে এসে মালামাল নিয়ে আশার কথা বলে ভুটভুটি গাড়ি নিয়ে যান। পরে ফোনে যোগাযোগ করে মূল টাকা ও সুদসহ চার লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে চেকের মাধ্যমে মামলা করে অর্থ উত্তোলনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভুটভুটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে তাকে হত্যা করার হুমকিও দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রসঙ্গত, এর আগেও অভিযুক্ত ব্যক্তির সুদের চাপ সইতে না পেরে জুড়ানপুর গ্রামের আরিফ হোসেন (২৬) নামের এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছিলেন। এ ঘটনায়  নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে ৩ জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছিলেন। স্থানীয়রা জানান, জুড়ানপুর গ্রামের এন্তাজ আলীর পুত্র ওয়াসিম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দাদনে টাকা দেন। 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে ওয়াসিম আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার দেয়া ধারের টাকা আত্মসাতের উদ্দেশ্যে তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি

রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি