ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বন্দি করার পরিকল্পনা রয়েছে? জবাবে কী উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:২৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:২৪:৪১ অপরাহ্ন
মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বন্দি করার পরিকল্পনা রয়েছে? জবাবে কী উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বন্দি করার পরিকল্পনা রয়েছে? জবাবে কী উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতোই পরিণতি হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁকেও বন্দি করা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের এমন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়ে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সাল থেকে দুই রাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধ এখনও জারি। বিভিন্ন স্তরে আলোচনা সত্ত্বেও এই যুদ্ধের কোনও সমাধান মেলেনি। একাধিক বার জ়েলেনস্কি এবং পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন ট্রাম্প। কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র বেরোয়নি এখনও। পুতিনকে বার বার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞাও চাপানো হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জ়েলেনস্কি। সেখানে মাদুরোর প্রসঙ্গ উঠে আসে। একই সঙ্গে উঠে আসে মাদুরোকে বন্দি করতে ট্রাম্পের ভূমিকার বিষয়টিও। সেই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাশিয়ার প্রসঙ্গ টেনে পুতিনের অবস্থা মাদুরোর মতো হতে পারে বলেও দাবি করেছেন জ়েলেনস্কি।

জ়েলেনস্কি দাবি করেন, কী ভাবে একনায়কতন্ত্রকে দমাতে হয়, তা দেখিয়ে দিয়েছেন ট্রাম্প। আমেরিকা জানে এর পর কী করতে হবে। এর পরই তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোর মতো পুতিনের ভাগ্য নির্ধারণের পরিকল্পনা করছেন। ইউক্রেন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে হুলস্থুল পড়ে গিয়েছে।

তবে জ়েলেনস্কির এই ধরনের মন্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্টের দাবির সঙ্গে তিনি যে একমত নন, সে কথাও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যে পুতিনের কাজে অত্যন্ত অসন্তুষ্ট, সেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি মনে করি না, এ রকম কোনও পদক্ষেপের প্রয়োজন আছে। আমাদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে। তবে আমি খুব আশাহত। আটটি যুদ্ধের সমাধান করেছি। ভেবেছিলাম এই যুদ্ধও (রাশিয়া-ইউক্রেন) থামিয়ে দেব। কিন্তু আক্ষেপ, তা এখনও থামাতে পারিনি।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘দু’দেশের যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। ৩১ হাজার মানুষ মারা গিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই রুশ সেনা। রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও ভাল নয়। আশা করি, খুব শীঘ্রই এই যুদ্ধের সমাধান হবে।’’ প্রসঙ্গত, গত শনিবার ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনা। মাদুরো এখন নিউ ইয়র্কের জেলে বন্দি। দীর্ঘ কয়েক বছর ধরেই ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে মাদকসন্ত্রাস এবং অনুপ্রবেশের অভিযোগ তুলছিলেন ট্রাম্প। বার বার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তার পরই ভেনেজ়ুয়েলার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার পরিকল্পনা শুরু হয়। প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে সেই পরিকল্পনা বাস্তবায়িত করেছেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত