সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ১০ নম্বর পলাতক আসামি মো. হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার মালেকেরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় রাত সাড়ে ৯টায় পরিচালিত অভিযানে মোঃ হৃদয়কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. জাহাঙ্গীর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার নাজমুল চত্বর এলাকায় ক্রিয়েটিভ স্কুলের সামনে পাকা রাস্তায় সিএনজির ভেতরে বসে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম রিয়াদ ও তার বন্ধুদের ঘিরে ধরে একদল দুর্বৃত্ত। এ সময় বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দিন রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ রেজাউল করিম (৪৩) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪০, তারিখ: ২৯/১২/২০২৫) দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হয়। হত্যাকাণ্ডটি সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব জানায়, মামলা রুজুর পর থেকে র্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে। এর আগে ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ অভিযানে পলাতক ১০ নম্বর আসামি হৃদয়কে আটক করা হলো।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার মালেকেরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় রাত সাড়ে ৯টায় পরিচালিত অভিযানে মোঃ হৃদয়কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি গ্রামের বাসিন্দা এবং তার পিতা মো. জাহাঙ্গীর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার নাজমুল চত্বর এলাকায় ক্রিয়েটিভ স্কুলের সামনে পাকা রাস্তায় সিএনজির ভেতরে বসে থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম রিয়াদ ও তার বন্ধুদের ঘিরে ধরে একদল দুর্বৃত্ত। এ সময় বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দিন রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ রেজাউল করিম (৪৩) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪০, তারিখ: ২৯/১২/২০২৫) দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হয়। হত্যাকাণ্ডটি সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব জানায়, মামলা রুজুর পর থেকে র্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে। এর আগে ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ অভিযানে পলাতক ১০ নম্বর আসামি হৃদয়কে আটক করা হলো।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক