বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য নম্বর-১৪৮৪১ হাবিলদার সহকারী আব্দুস সালাম ইন্তেকাল করেছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার (সাগরপাড়া) বল্লভগঞ্জ গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুম আব্দুস সালাম নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বক্তারপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।
রাষ্ট্রের সূর্যসন্তান ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর চৌকস সদস্যদের মাধ্যমে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে বিজিবি কর্তৃপক্ষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার (সাগরপাড়া) বল্লভগঞ্জ গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুম আব্দুস সালাম নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বক্তারপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।
রাষ্ট্রের সূর্যসন্তান ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর চৌকস সদস্যদের মাধ্যমে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে বিজিবি কর্তৃপক্ষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মোঃ মাসুদ রানা রাব্বানী :