রাজশাহী নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বাকীর মোড় ও কাশিয়াডাঙ্গা থানার হাড়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ মমিন (৪৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং মোঃ রাজু আহম্মেদ (৩৫) সে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে বাকীর মোড়ের রেললাইনের পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম ৩৪ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী মমিনকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়পুর এলাকায় ৩ পিস ইয়াবা-সহ রাজুকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বাকীর মোড় ও কাশিয়াডাঙ্গা থানার হাড়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ মমিন (৪৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং মোঃ রাজু আহম্মেদ (৩৫) সে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার দিনগত রাত সোয়া ১টার দিকে বাকীর মোড়ের রেললাইনের পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম ৩৪ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী মমিনকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়পুর এলাকায় ৩ পিস ইয়াবা-সহ রাজুকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :