সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ ও জাতির শান্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যে যে উন্নয়ন হয়েছে, তার সবই তার শাসনামলে হয়েছে। রাজশাহীর সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক ছিল।
মিনু আরও বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন, আমি বাংলাদেশেই জন্মেছি, এই দেশেই মৃত্যুবরণ করবো। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে ভবিষ্যতে তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন, এমন আশাবাদও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন।
দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।
এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যে যে উন্নয়ন হয়েছে, তার সবই তার শাসনামলে হয়েছে। রাজশাহীর সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক ছিল।
মিনু আরও বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন, আমি বাংলাদেশেই জন্মেছি, এই দেশেই মৃত্যুবরণ করবো। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে ভবিষ্যতে তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন, এমন আশাবাদও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন।
দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।
এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ রানা রাব্বানী :