ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৪ ও ২০২৫ সালে পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহী নগর ভবনের অ্যানেক্স হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন। তাঁদের কর্মময় জীবনের সুনামের কারণেই রাজশাহী সিটি করপোরেশন আজ একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাসিকের প্রতি নগরবাসীর প্রত্যাশা দিন দিন বাড়ছে। এসব প্রত্যাশা পূরণে সিটি করপোরেশনের সব কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ আল মঈন পরাগ এবং রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. শাকিল। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম।

স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মো. মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত স্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মো. পারভেজ আনোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত ৫২ জন কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি তিনজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক এবং দুইজন কর্মকর্তা-কর্মচারীকে ল্যাম্পগ্রান্টের অর্থ প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি

রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি