রাজশাহী নগরীর পদ্মা নদীর ফুলতলাঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাত সাড়ে ১০টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ তালাইমারী বিওপি এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলাঘাট দিয়ে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সাথে থাকা ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি সদস্যরা।
জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তর করা রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার রাত সাড়ে ১০টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ তালাইমারী বিওপি এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলাঘাট দিয়ে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সাথে থাকা ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি সদস্যরা।
জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তর করা রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :