নাটোরের নলডাঙ্গায় সড়কের পাশ থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকেরুল আযম জানান, রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি ব্রিজ সংলগ্ন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ককটেল ও পেট্রোল বোমাসহ একটি ব্যানার দেখতে পায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি বলেন, এলাকায় নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে দুস্কৃতকারীরা এগুলো মজুত করে থাকতে পারে।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকেরুল আযম জানান, রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি ব্রিজ সংলগ্ন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ককটেল ও পেট্রোল বোমাসহ একটি ব্যানার দেখতে পায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি বলেন, এলাকায় নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে দুস্কৃতকারীরা এগুলো মজুত করে থাকতে পারে।