রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার পিস অবৈধ ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
শনিবার (০৩ জানুয়ারি) ভোরে ফরেস্ট বাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এই ইলেকট্রনিক্স সরঞ্জামের চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী বিওপি’র একটি আভিযানিক দল জানতে পারে যে চোরাকারবারীরা ফরেস্ট বাগানের মধ্য দিয়ে মালামাল পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় ছদ্মবেশে ওত পেতে থাকেন। সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে ভোরের ঘন কুয়াশার মধ্যে একজন ব্যক্তিকে পলি ব্যাগ হাতে নিয়ে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাকে ধরার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি ব্যাগটি ফেলে দ্রুত দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স পাওয়া যায়। জব্দকৃত এসব মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চোরাকারবারীকে শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ইব্রাহীম হোসেন সম্রাট