চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২৮ বছর বয়সী সদস্য মুবিনুল ইসলাম নয়ন নিহত হয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) বিষয়টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক নিশ্চিত করেছেন।
নুরুল আলম আশেক জানান, নয়ন বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালি থানার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই নয়ন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়ন কক্সবাজারের চকরিয়ার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিষয়টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক নিশ্চিত করেছেন।
নুরুল আলম আশেক জানান, নয়ন বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালি থানার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই নয়ন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়ন কক্সবাজারের চকরিয়ার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
অনলাইন ডেস্ক