রাজশাহী নগরীর মতিহার থানার স্বেচ্ছাসেবক দলের এক নেতা দুর্জয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ নাইমুর রহমান দুর্জয় জানান, স্থানীয় একটি ঘটনায় থানায় অভিযোগ দায়েরকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এবং সেই জেরেই তার বসতবাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাজঘাট ঈদগাহ মাঠে প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার পর যুবকের বোন বাদী হয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চলে যাওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) অশিত জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে মারধরের অভিযোগ তদন্তে এলাকায় গিয়েছিলেন তিনি। তদন্ত করে ফিরে আসার পরে রাতে হামলার খবর শুনেছেন। তিনি বলেন, আইন হাতে তুলে নিতে কেউই পারে না। অভিযোগ পেলে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ নাইমুর রহমান দুর্জয় জানান, স্থানীয় একটি ঘটনায় থানায় অভিযোগ দায়েরকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এবং সেই জেরেই তার বসতবাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাজঘাট ঈদগাহ মাঠে প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার পর যুবকের বোন বাদী হয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চলে যাওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) অশিত জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে মারধরের অভিযোগ তদন্তে এলাকায় গিয়েছিলেন তিনি। তদন্ত করে ফিরে আসার পরে রাতে হামলার খবর শুনেছেন। তিনি বলেন, আইন হাতে তুলে নিতে কেউই পারে না। অভিযোগ পেলে তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক