মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় একটি আমবাগান থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (১-বিজিবি)-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ বিওপির সদস্যরা একটি আমবাগানের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়ে গাছের গোড়ায় শিকড়ের ভেতরে লুকানো অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে বাঘা থানায় জমা দেওয়া হয়েছে।
মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (১-বিজিবি)-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ বিওপির সদস্যরা একটি আমবাগানের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়ে গাছের গোড়ায় শিকড়ের ভেতরে লুকানো অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে বাঘা থানায় জমা দেওয়া হয়েছে।
মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :