বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৩০০ পিস ইয়াবা জব্দ
রাজশাহীর বাঘা সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১ বিজিবি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপি এলাকা এই অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১বিজিবি এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র সদস্যরা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একটি আম বাগানের ভেতরে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৪টায় বিজিবির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই আম বাগানে নিবিড় তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে একটি আম গাছের গোড়ার মাটির শিকড়ের ভেতরে লুকানো অবস্থায় একটি নতুন পলিথিন ব্যাগ পাওয়া যায়। ওই পলিথিনের ভেতর থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত এই ইয়াবা বর্তমানে বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
রানা শেখ