ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখছে

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:০০:২৮ অপরাহ্ন
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখছে বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে- এমন মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিহাল ইউনিয়নের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবির ভূমিকা প্রশংসনীয়।
কর্নেল ফয়সল হাসান খান আরও বলেন, শুধু বল প্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই সীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণসহ সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবাসীর মানবিক উন্নয়নেও সমানভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, দেশের যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিজিবির মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি), সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি) বলেন, ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র শীতে বিপর্যস্ত সীমান্তবাসীর জন্য এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত