রাজশাহীর তানোরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ ১টি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান পাইপগান উদ্ধার করেছে র্যাব। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা হতে পোনে ২টা পর্যন্ত তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল ও পাইপগান উদ্ধার করা হয়।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামের জনৈক এন্তাজ আলী এর বসত বাড়ীর পশ্চিম পাশে গরু রাখার গোয়াল ঘরের পিছনে রান্না করার লাকড়ীর নিচে, একই এলাকার জনৈক আঃ সোবাহান এর বসত বাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে ও জনৈক জয়নাল এর বসত বাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি কাঠের হাতল যুক্ত বিদেশী পিস্তল যার গায়ে ইংরেজিতে MADE IN USA 7.0-5 MM লেখা, ২টি সিলভার রংয়ের খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ৪টি পাইপগান ও ৬টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানা এলাকায় হস্থান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামের জনৈক এন্তাজ আলী এর বসত বাড়ীর পশ্চিম পাশে গরু রাখার গোয়াল ঘরের পিছনে রান্না করার লাকড়ীর নিচে, একই এলাকার জনৈক আঃ সোবাহান এর বসত বাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে ও জনৈক জয়নাল এর বসত বাড়ীর উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ির নিচে চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি কাঠের হাতল যুক্ত বিদেশী পিস্তল যার গায়ে ইংরেজিতে MADE IN USA 7.0-5 MM লেখা, ২টি সিলভার রংয়ের খালি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ৪টি পাইপগান ও ৬টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানা এলাকায় হস্থান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মোঃ মাসুদ রানা রাব্বানী :