নওগাঁর নিয়ামতপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও উপাসনা। সকাল থেকেই উপজেলার বিভিন্ন চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রার্থনায় বিশ্বশান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এছাড়াও কেক কাটা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপনের আনন্দ ছড়িয়ে পড়ে।
বড়দিন উপলক্ষে সকালে উপজেলা সদরের বালাহৈর লুথারেন চার্চে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রা শেষে
চার্চে প্রার্থনা ও কেক কেটে কাটা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পালক দ্বিজেন্দ্র নাথ দাস বলেন, বড়দিন তাদের জন্য ভালোবাসা, ক্ষমা ও মানবতার শিক্ষা নতুন করে মনে করিয়ে দেয়।
এদিকে উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার্চ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শফিকুল ইসলাম।
সবুজ সরকার