ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা পুরোপুরি নিষিদ্ধের আহ্বান রিপাবলিকানদের

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা পুরোপুরি নিষিদ্ধের আহ্বান রিপাবলিকানদের যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা পুরোপুরি নিষিদ্ধের আহ্বান রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এক রিপাবলিকান কংগ্রেসওম্যান এইচ-১বি অস্থায়ী ভিসা কর্মসূচি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার টেক্সাসের প্রতিনিধি বেথ ভ্যান ডুইন রক্ষণশীল ভাষ্যকার বেনি জনসন–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এইচ-১বি–এর মতো অভিবাসন কর্মসূচির 'অনিচ্ছাকৃত পরিণতি' নিয়ে রাজনীতিকরা যথাযথভাবে ভাবেননি।

তিনি বলেন, এই এইচ-১বি ভিসা কর্মসূচি এখনই বন্ধ করা উচিত, যতক্ষণ না আমরা বুঝতে পারি এটি কীভাবে অপব্যবহার করা হচ্ছে, অথবা এমনভাবে পুনর্গঠন করতে হবে যেন এটি বর্তমান রূপে আর না থাকে। বর্তমানভাবে এটি চলতে পারে না।

মন্তব্য জানতে নিউজউইক নিয়মিত সময়ের বাইরে ফোনে ভ্যান ডুইনের ওয়াশিংটন ডিসি অফিসে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সাড়া পায়নি।

উল্লেখ্য, ১৯৯০ সালে চালু হওয়া এইচ-১বি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো 'বিশেষায়িত পেশায়' অস্থায়ীভাবে বিদেশি কর্মী নিয়োগ করতে পারে।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় প্রতিভার ঘাটতি মোকাবিলায় এইচ-১বি ভিসাকে প্রয়োজনীয় বলে সমর্থন জানিয়েছেন, তাঁর প্রশাসন প্রবেশের শর্ত আরও কঠোর করেছে এবং নতুন আবেদনে ১ লাখ ডলার ফি আরোপ করেছে।

এমনকি ক্ষতির সতর্কবার্তা সত্ত্বেও একাধিক রিপাবলিকান আইনপ্রণেতা এইচ-১বি ধাপে ধাপে বন্ধ করার আহ্বান জানিয়েছেন বা প্রস্তাব এনেছেন যা এই কর্মসূচির ওপর নির্ভরশীল সম্প্রদায় ও কোম্পানিগুলোর জন্য ক্ষতিকর হতে পারে বলে সমালোচকেরা বলছেন।

২০২৫ সালের শুরুর দিকে ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ৩০ হাজার এইচ-১বি ভিসাধারী ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এই কর্মসূচির মাধ্যমে নিয়োগে প্রাধান্য পেয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন আমাজন, মেটা এবং মাইক্রোসফট, এছাড়া আর্থিক ও পেশাদার সেবা খাতের বিভিন্ন কোম্পানি।

অভিবাসনপন্থী সংগঠন এফডাব্লিউডি.ইউএস–এর হিসাবে, এইচ-১বি ভিসাধারীরা প্রতিবছর অর্থনীতিতে প্রায় ৮৬ বিলিয়ন ডলার অবদান রাখেন এবং প্রায় ৩৫ বিলিয়ন ডলার কর পরিশোধ করেন।

এই প্রেক্ষাপটে সাম্প্রতিক এইচ-১বি কড়াকড়ির সমালোচনা হয়েছে; এতে কিছু কোম্পানি কর্মসূচির ওপর নির্ভরতা কমিয়েছে। নতুন ১ লাখ ডলার ফি নিয়ে একদল রাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে।

তবে সমালোচকেরা বলেন, এই কর্মসূচি বড় কোম্পানিগুলোকে সুবিধা দেয়, বিদেশি কর্মী এনে দেশীয় মজুরি চাপে ফেলে এবং মার্কিন কর্মীদের স্থানচ্যুত করে।

মঙ্গলবার ভ্যান ডুইন বলেন, এইচ-১বি ধাপে ধাপে বন্ধ করা একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য 'অভিবাসন ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ' এবং এতে ১৯৬৫ সালের হার্ট-সেলার আইন বাতিলের কথাও রয়েছে। ওই আইনটি ইউরোপীয় অভিবাসীদের পক্ষে জাতিগত কোটার অবসান ঘটিয়ে পরিবারভিত্তিক পুনর্মিলন ও দক্ষতাভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেয়।

এইচ-১বি নিয়ে ভ্যান ডুইনের দাবি, এই কর্মসূচি বর্তমান রূপে চলতে পারে না, কারণ এটি নিঃসন্দেহে আমাদের আমেরিকান কর্মীদের ক্ষতি করেছে।

অন্যান্য রিপাবলিকান আইনপ্রণেতারাও একই সুরে কথা বলেছেন। নভেম্বর মাসে প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিন জানান, তিনি এইচ-১বি কর্মসূচি আক্রমণাত্মকভাবে ধাপে ধাপে বন্ধ করে 'আমেরিকান কর্মীদের গণহারে প্রতিস্থাপন' শেষ করতে একটি বিল আনবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত