ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে উর্ফী জাভেদ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৭:০৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৭:০৯:০৬ অপরাহ্ন
মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে উর্ফী জাভেদ মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে উর্ফী জাভেদ
মুম্বইয়ের নিজের আবাসনে মধ্যরাতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছেন নেটপ্রভাবী ও অভিনেত্রী উর্ফী জাভেদ।

অভিযোগ, সোমবার গভীর রাতে তাঁর বাড়ির দরজায় একাধিক ব্যক্তি অনবরত কলিং বেল বাজাতে থাকেন এবং জোর করে দরজা খুলতে চাপ দেন। ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন উর্ফী। ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

উর্ফীর অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে তিনটে নাগাদ ওই ঘটনা ঘটে। আবাসনের কয়েক জন পুরুষ তাঁর ফ্ল্যাটের সামনে এসে দীর্ঘ সময় ধরে কলিং বেল বাজাতে থাকেন। এক ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতে জোর করছিলেন, আর এক জন নাকি পাশেই লুকিয়ে ছিলেন। এই আচরণে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

সংবাদমাধ্যমকে উর্ফী জানান, তিনি বার বার অনুরোধ করেছিলেন যাতে ওই ব্যক্তিরা দরজার সামনে থেকে সরে যান। কিন্তু তাঁরা সরে না গিয়ে উল্টে হুমকি দিতে থাকেন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন অভিযুক্তেরা নিজেদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলে দাবি করে এবং “যা খুশি করতে পারে” বলেও ভয় দেখায় বলে অভিযোগ।

ঘটনার সময় উর্ফীর সঙ্গে তাঁর দুই বোন ডলি ও আসফি বাড়িতেই ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। উর্ফীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর অভিযুক্তেরা তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এবং এলাকা ছেড়ে যেতে বলেন। পাশাপাশি সমস্ত অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন।

নেটপ্রভাবীর আরও দাবি, অভিযুক্তেরা আবাসনের সিসিটিভি ফুটেজ জোগাড় করে তা মুছে ফেলার চেষ্টাও করেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উর্ফী লিখেছেন, “রাত তিনটের সময় কোনও মেয়ের দরজায় এসে দরজা খুলতে বলা স্বাভাবিক ভাবেই ভয় ধরায়। দরজা খুলতে রাজি না হওয়ার পরেও যদি কেউ দাঁড়িয়ে থাকে, তা আরও আতঙ্কের। মেয়েরা যখন একা থাকে, তখন এই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।” বর্তমানে তিনি নিজেকে একেবারেই নিরাপদ বোধ করছেন না বলেও জানিয়েছেন।

ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত