মোঃ আশিক ইসলাম, আদিত্য উপজেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড চওরাটারি গ্রামের ৬ বছরের শিশু সুমাইয়াকে ধর্ষন করেছে ৫৫ বছর বয়সী আনারুল নামের এক বৃদ্ধ।
ঘটনায় জানা যায় শিশু সুমাইয়া ২ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম (সাদা বুড়া) এর মেয়ে। আজ থেকে ৪ দিন আগে সিরাজুলের স্ত্রী ধান সুকাতে দেন আনারুলের বারির সামনে। সেখানে তিনি ধান পাহারা দেয়ার জন্য মেয়ে সুমাইয়াকে রেখে আসেন।
আনারুল মিয়া শিশু সুমাইয়াকে একলা পেয়ে অনেক ভয় ভিতি দেখিয়ে সুমাইয়াকে তার বারিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা যায় স্থানীয় লোকেদের কাছে। বিষয়টি তখনও শিশু সুমাইয়া ভয়ে কাউকে জানায়নি
আজ আনুমানিক সকাল ১০ টার দিকে শিশু সুমাইয়া ও তার মা বারির বাইরে দারিয়ে থাকে। ঠিক তখনি আনারুল শিশু সুমাইয়ার বারির সামনে দিয়ে যাওয়ার সময় শিশু সুমাইয়ার দিকে কুদৃষ্টিতে তাকায়। তখন সুমাইয়া তার মাকে জানায় ওই লোকটা আমার থাকে খারাপ কাজ করেছে।
পরে সুমাইয়ার মা বিষয়টি জানতে পারায় সুমাইয়াকে জিজ্ঞাসা বাদ সুরু করে দেয়। সুমাইয়া তার মাকে সকল ঘটনা খুলে বলার পর চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। তখন আনারুল মিয়া পলাতক ছিলো। স্থানীয়রা বিষয়টি জানার পর পলাতক আনারুলকে খুজে এনে স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করে।
ঘটনায় জানা যায় শিশু সুমাইয়া ২ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম (সাদা বুড়া) এর মেয়ে। আজ থেকে ৪ দিন আগে সিরাজুলের স্ত্রী ধান সুকাতে দেন আনারুলের বারির সামনে। সেখানে তিনি ধান পাহারা দেয়ার জন্য মেয়ে সুমাইয়াকে রেখে আসেন।
আনারুল মিয়া শিশু সুমাইয়াকে একলা পেয়ে অনেক ভয় ভিতি দেখিয়ে সুমাইয়াকে তার বারিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানা যায় স্থানীয় লোকেদের কাছে। বিষয়টি তখনও শিশু সুমাইয়া ভয়ে কাউকে জানায়নি
আজ আনুমানিক সকাল ১০ টার দিকে শিশু সুমাইয়া ও তার মা বারির বাইরে দারিয়ে থাকে। ঠিক তখনি আনারুল শিশু সুমাইয়ার বারির সামনে দিয়ে যাওয়ার সময় শিশু সুমাইয়ার দিকে কুদৃষ্টিতে তাকায়। তখন সুমাইয়া তার মাকে জানায় ওই লোকটা আমার থাকে খারাপ কাজ করেছে।
পরে সুমাইয়ার মা বিষয়টি জানতে পারায় সুমাইয়াকে জিজ্ঞাসা বাদ সুরু করে দেয়। সুমাইয়া তার মাকে সকল ঘটনা খুলে বলার পর চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। তখন আনারুল মিয়া পলাতক ছিলো। স্থানীয়রা বিষয়টি জানার পর পলাতক আনারুলকে খুজে এনে স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করে।
নিজস্ব প্রতিবেদক