প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চলল দক্ষিণ আফ্রিকায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে।
সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রস্থল জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল। রবিবার সকালে সেখানে এক পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি-কে বলেছেন, ‘‘আততায়ীরা কারা, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তদন্ত চলছে।’’
দিন সাতেক আগে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে খুন করেন দুই আততায়ী। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকাতেও একই ধাঁচের ঘটনা ঘটল। তবে এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বার গণহত্যার ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকধারীদের হানায় তিন বছরের এক শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। তবে রবিবারের হামলা কেন চালানো হয়েছে, সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রস্থল জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল। রবিবার সকালে সেখানে এক পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি-কে বলেছেন, ‘‘আততায়ীরা কারা, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তদন্ত চলছে।’’
দিন সাতেক আগে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে খুন করেন দুই আততায়ী। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকাতেও একই ধাঁচের ঘটনা ঘটল। তবে এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বার গণহত্যার ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকধারীদের হানায় তিন বছরের এক শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। তবে রবিবারের হামলা কেন চালানো হয়েছে, সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আন্তজার্তিক ডেস্ক