ঢাকা , সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন রাজশাহী সিটি কর্পোরেশনকে ‘আওয়ামী দোসর ও দুর্নীতিমুক্ত করার দাবি ​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান শীতের দুপুরে খাওয়ার টেবিলে শোভা পাক আস্ত ফুলকপির রোস্ট, স্বাদে ও রূপে জমজমাটি রান্নার রেসিপি কোন ৫ কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কমবয়সিদেরও? উপসর্গ দেখা দেওয়ার আগেই কোলন ক্যানসার শনাক্ত করা সম্ভব! কী ভাবে সতর্ক হবেন মারণরোগ নিয়ে ‘আমার রোজগার হার মানাবে প্রথম সারির নায়িকাদেরও’, বড়পর্দায় সুযোগ না পেয়েও কোটি কোটি আয় সোফীর! ওদের আকাশসীমায় যেন কেউ না ঢোকে! বিমানগুলিকে সতর্ক করে হঠাৎ বার্তা ট্রাম্পের, ‘শত্রু’ দেশে সামরিক আঘাতের প্রস্তুতি? ভোলায় চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা খেলার মাঠ থেকে ৬ শিশু অপহরণ এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে কমিউটার ট্রেনের বগিতে সিট কভার সংযুক্তিকরণ উদ্বোধন শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর পৃথক হলো বিচার বিভাগ বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি পাওয়া টাকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে হত্যা, উপড়ে নেওয়া হয়েছে চোখ বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, আটক ২ সুপারি চুরি, বাবা–ছেলে কারাগারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ

বরেন্দ্র অঞ্চলে উদ্বেগ ছড়াচ্ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০১:৪১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:৪১:০৯ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলে উদ্বেগ ছড়াচ্ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম বরেন্দ্র অঞ্চলে উদ্বেগ ছড়াচ্ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম
রাজশাহীর তানোরসহ বরেন্দ্র অঞ্চলের রাস্তার দু'পাশে ফসলেরখেত কিংবা বাড়ির আশপাশে ধনে পাতার মতো সবুজ গাছের ঝোঁপ শোভা পাচ্ছে। আপাত দৃষ্টিতে এটা নয়নাভিরাম দৃশ্য।

কিন্তু এই শোভা বাড়িয়েছে ভিনদেশি উদ্ভিদ(আগাছা)বিষাক্ত পার্থেনিয়াম। কয়েক বছর আগেও এর খুব একটা দেখা না মিললেও এখন সবত্র ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম। বিষাক্ত এ আগাছায় ছেয়ে গেছে পুরো বরেন্দ্র অঞ্চল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক বলেন, গাছটির ফুলের রেণুতে রয়েছে রাসায়নিক পদার্থ। যা নিশ্বাসের সঙ্গে নাকে প্রবেশ করলে জ্বর, হাঁপানি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। ক্ষতস্থানের মাধ্যমে রক্তে মিশে চর্মরোগও সৃষ্টি করে। যাদের অ্যালার্জি রয়েছে, এর রস তাদের চামড়ায় লাগলে ভয়াবহ রোগও হতে পারে।

এদিকে সরেজমিন দেখা গেছে, তানোর-সইপাড়া,তানোর-চৌবাড়িয়া, তানোর-আমনুরা রাস্তাসহ প্রায় প্রতিটি গ্রামীণ রাস্তার দু পাশে সৌন্দর্য বর্ধনকারী গাছের মত পার্থেনিয়াম জন্মেছে। দেখা মনে হয়, নিয়মিত পরিচর্যা করে এ গাছগুলো বড় করা হয়েছে। স্কুলগামী শিশুরা রাস্তার পাশের এই আগাছাকে ফুল ভেবে তুলে নিয়ে যাচ্ছে।
স্থানীয়রা এ আগাছা ছাগল গরু চরণ করছেন। 

বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহীর তানোর, দুর্গাপুর, বাগমারা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় পার্থেনিয়ামের উপস্থিতি সবচেয়ে বেশি। পার্থেনিয়ামের সবচেয়ে পুকুর পাড়, অধিকাংশ গ্রামীণ সড়ক, আম বাগান, কৃষি জমি ও আঙিনায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত এ আগাছা।

জানা যায়, পার্থেনিয়ামের তথ্য অনুসন্ধানে ২০০৮ সালে বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ অ্যাডকিনস। তার সঙ্গে ছিলেন দেশের একদল কৃষি বিজ্ঞানী। তারা ওই সময় যশোর অঞ্চলে আগাছাটির উপস্থিতি প্রথম শনাক্ত করেন। প্রথম দিকে রাস্তার দুই পাশেই কেবল এ উদ্ভিদের উপস্থিতি চোখে পড়ত। পরে তা পতিত জমি ও ফসলের খেতে ছড়িয়ে পড়ে।

কৃষিবিজ্ঞানী ডা. ইলিয়াছ হোসেন বলেন, গত এক যুগের বেশি সময় ধরে পার্থেনিয়াম নিয়ে কাজ করছি। ২০১১ সালে যখন কাজ শুরু করি তখন অনেকের কাছেই বিষয়টি হাস্যকর মনে হয়েছিল। কিন্তু বর্তমানে খুব ভাল সাড়া পাচ্ছি। পার্থেনিয়াম এতটাই বিষাক্ত আগাছা মানুষের শরীরের স্পর্শে আসলে চর্ম রোগ হয়। ছাগল, গরু, ভেড়ার মত গবাদিপশুরা এ আগাছা খেলে মুখে ঘা ও ডায়রিয়া হয়। তিনি আরও বলেন, পার্থেনিয়াম ফসলের খেতে জন্মালে সে ফসলের অঙ্কুরোদ্গম ক্ষমতা ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। একটি পার্থেনিয়াম গাছ থেকে ৬০ হাজার নতুন গাছের জন্ম হতে পারে। রাজশাহী ও যশোর এলাকায় এ আগাছার উপস্থিতি সবচেয়ে বেশি।
উপজেলার কামারগাঁ ইউপি এলাকার হালিমা বেগম জানান, পার্থেনিয়াম সর্ম্পকে আমাদের কোন ধারণাই নেই। আমরা এটার নামও আগে জানতাম না। ফুল ফুটে দেখতে সুন্দর লাগে। তাই পাশে বসেই গরু ও ছাগল চরণ করি। শিশু বাচ্চারাও এ গাছের ফুল নিয়ে খেলা করে।

উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা বলেন, এ অঞ্চলে বিষাক্ত পার্থেনিয়াম ছিল না। গত কয়েক বছর থেকে এটা ছড়িয়ে পড়ছে। অনেকেই জানা না এটা বিষাক্ত বা স্বাস্থ্যর ক্ষতির কারণ। আমরা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নিদের্শ দিয়েছি।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট রাজশাহী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে পণ্যবাহী ট্রাক অথবা গরু মহিষের বিষ্টার সহিত হয়তো এর বীজ চলে এসেছে। রাজশাহীর তানোর, দুর্গাপুর, বাঘা, চারঘাট দ্রুত এর আগাছা ছড়িয়ে পড়েছে। ফসল ও পরিবেশ রক্ষায় এ আগাছা নিধনে আমাদের সকলের কাজ করা উচিত।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান

​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান