চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে আসা ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিনসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র চোরাচালান হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপালপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র চোরাচালান হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপালপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক