ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ভারতীয় মদ ও ব্রংকোফ-সি কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাজশাহীর পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (১৪ ডিসেম্বর) ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গত শনিবার পোনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চর মাজারদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে, এসময় এক মাদক কারবারি বিজিবি এর উপস্থিতি টের পেলে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ভারতীয় মদ ৩১ বোতল ও Broncof-C কাশির সিরাপ ১৩ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য রাজপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy