ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ নগরীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৮৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন; পুলিশ কমিশনার নগরীর তিন থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেফতার রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হোমিও’র আড়ালে মাদক করাবার, বিপুল পরিমাণ অ্যালকোহলসহ র‌্যাবের জালে মাদক কারবারি রাজশাহীতে ১ বিজিবি এর অভিযানে ভারতীয় মদ ও ব্রংকোফ-সি মাদক আটক ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব কালোবাজারের কব্জায় বরেন্দ্রের কৃষক: সরকারি ভর্তুকির সার কেনা লাগছে চড়া দামে, উৎপাদন ঝুঁকিতে কোটি টাকার ফসল! রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবি দিবস লালপুরে শহীদ বুদ্ধীজীবী দিবস পালিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাগমারায় অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক কারবারী শামসুদ্দিন গ্রেফতার রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৩:৩৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৩:৩৫:১২ অপরাহ্ন
বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর ১৯৭১ এ চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের শুধু নির্মূল করার জন্যই এ হত্যাযজ্ঞ চালানো হয়নি, এ জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই দুরভিসন্ধি থেকেএ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। 

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন,স্বাধীনতার ঊষালগ্ন থেকে জাতির সূর্যসন্তানরাযারা আমাদের জাতীয় চেতনাবোধ ও বাঙালি জাতিসত্তা জাগ্রত করেছিলেন, সেই বুদ্ধিজীবীদের স্বাধীনতার দুইদিন পূর্বে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। 
তিনি বলেন, রাজশাহীবাসী একদিক দিয়ে গর্বিত, অন্যদিকে ব্যথিত। বুদ্ধিজীবী তালিকার প্রথম শহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহিদ মিনার রাজশাহী কলেজে নির্মিত হয়েছিল। রাজশাহীবাসী জ্ঞান-গরিমায় ও চিন্তা-চেতনায় বহুকাল থেকেই অগ্রগামী।

বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী অঞ্চলের যে হাজার বছরের ঐতিহ্য তা জাতীয় চেতনায় এবং জাতীয় অগ্রযাত্রায় একক বৈশিষ্ট্যে সব সময় নেতৃত্ব দিয়ে এসেছে।আমাদের আজকের এই অবস্থানে আসার পেছনে যাদের রক্তের অবদান আছে তাদেরকে আমরা স্মরণ করছি। তাদেরকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে, ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানের মতো দেশমাতৃকার প্রয়োজনে আমারা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। ২৪-এ দেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে বাঙালি জাতি একটি অদম্য জাতি।আমরা কারো কাছে পরাভব মানি না।

নবীন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বাঙালির ইতিহাস জানতে হবে। বাঙালির ইতিহাস শুধু ৭১ থেকে নয়, প্রায় ৫ হাজার বছরের ইতিহাস। আমার এই মাটিতে সভ্যতা লুকিয়ে আছে। উয়ারি বটেশ্বর থেকে শুরু করে সোনামসজিদ ও গৌড়ের সভ্যতা রয়েছে এখানে। এই সভ্যতা সম্পর্কে জানার মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ সুন্দর ও নির্মল করতে পারব।এ সময় তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও সুন্দর দেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাসুদ রানা রাব্বানী
রাজশাহী-০১৭১১-৯৫৪৬৪৭
১৪-১২-২০২৫

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ