ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২ লালপুরে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ–১বি ভিসা ফি নিয়ে মামলা করল ২০টি অঙ্গরাজ্য

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০২:৪৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০২:৪৩:২৮ অপরাহ্ন
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ–১বি ভিসা ফি নিয়ে মামলা করল ২০টি অঙ্গরাজ্য ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ–১বি ভিসা ফি নিয়ে মামলা করল ২০টি অঙ্গরাজ্য
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা শুক্রবার ঘোষণা করেছেন, তিনি এবং আরও ১৯টি অঙ্গরাজ্য নতুন এইচ–১বি ভিসা আবেদনের ফি ১ লাখ ডলারে উন্নীত করার নীতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছেন।

বন্টা বলেন, দক্ষ কর্মীদের জন্য এই ভিসার ফি বৃদ্ধিটি বেআইনি, কারণ এটি কংগ্রেস যে সীমা নির্ধারণ করেছে তা অতিক্রম করেছে এবং কর্মসূচি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যকেই ক্ষুণ্ন করছে। মামলায় অংশ নেওয়া সব অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডেমোক্র্যাট।

সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বন্টা বলেন, কোনো প্রেসিডেন্ট প্রশাসনই অভিবাসন আইন নতুন করে লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট কংগ্রেস নামের সমমর্যাদার শাখাকে উপেক্ষা করতে পারে না, সংবিধানকে উপেক্ষা করতে পারে না, কিংবা আইনকে উপেক্ষা করতে পারে না।

এইচ–১বি ভিসার সবচেয়ে বড় ব্যবহারকারী হলো বড় প্রযুক্তি কোম্পানিগুলো, যারা উচ্চদক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে। ম্যাগা রিপাবলিকানরা অভিযোগ করে আসছেন, এসব কোম্পানি সস্তা শ্রম পাওয়ার জন্য মার্কিন কর্মীদের পাশ কাটাতে এই কর্মসূচির অপব্যবহার করছে। তবে বন্টার যুক্তি, এই অতিরিক্ত ফি রাজ্যের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য খাতেও শ্রমসংকট আরও তীব্র করবে—কারণ এতে চিকিৎসক, গবেষক, শিক্ষক, নার্স এবং সরকারি সেবাখাতের কর্মী নিয়োগ আরও কঠিন হয়ে পড়বে।

তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে যে ১ লাখ ডলারের ফি আরোপ করেছেন, তা হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েমের বিবেচনায় বেছে বেছে প্রয়োগ করা হতে পারে।

উচ্চদক্ষ অভিবাসন—বিশেষ করে এইচ–১বি ভিসা—এর আগে ট্রাম্পের জনতাবাদী সমর্থক ও সিলিকন ভ্যালির মিত্রদের মধ্যে বিরোধের উৎস ছিল, কারণ বৈশ্বিক প্রতিভা আকর্ষণের ওপর এর প্রভাব নিয়ে প্রযুক্তি খাত উদ্বিগ্ন।

তবে নীতি ঘোষণার পর এবং এই কর্মসূচি ব্যবহারকারী প্রযুক্তি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট তার অবস্থান কিছুটা নরম করেছেন বলে মনে হচ্ছে। গত মাসে ফক্স নিউজের সঞ্চালক লরা ইনগ্রাহামের সঙ্গে এইচ–১বি ভিসা নিয়ে আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যথেষ্ট প্রতিভাবান মানুষ আছে—এই ধারণার সঙ্গে তিনি একমত নন, এবং কিছু ক্ষেত্রে এখনও বিদেশি কর্মী আনার প্রয়োজন রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স শুক্রবার প্রশাসনের পদক্ষেপকে শুধু আইনসম্মতই নয়, বরং “এইচ–১বি কর্মসূচির প্রয়োজনীয় সংস্কারের পথে একটি জরুরি, প্রাথমিক ও ধাপে ধাপে নেওয়া পদক্ষেপ” বলে বর্ণনা করেন।

এক বিবৃতিতে মামলার জবাবে রজার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এইচ–১বি ভিসা নিয়ে তার বাস্তবসম্মত পদক্ষেপ সেটিই নিশ্চিত করছে—এতে কোম্পানিগুলোকে নির্বিচারে আবেদন জমা দিয়ে মার্কিন মজুরি কমিয়ে দেওয়া থেকে নিরুৎসাহিত করা হচ্ছে, আবার যেসব নিয়োগকর্তার বিদেশ থেকে সেরা প্রতিভা আনার প্রয়োজন রয়েছে, তাদের জন্য নিশ্চয়তাও দেওয়া হচ্ছে।

শুক্রবার বন্টা এইচ–১বি প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো সংস্কারের প্রস্তাব দেননি। তবে তিনি সাংবাদিকদের বলেন, যেকোনো কর্মসূচি বা নীতির মতো এটিও সম্ভবত কিছু উন্নতির মাধ্যমে উপকৃত হতে পারে।

এর আগে এই শরতে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর একটি জোটকে সঙ্গে নিয়ে নতুন এই ফি–এর বিরুদ্ধে আলাদা মামলা করেছিল। তাদের অভিযোগ, প্রশাসন এইচ–১বি কর্মসূচি নিয়ন্ত্রণকারী আইনের বিধান অগ্রাহ্য করেছে। এছাড়া বিভিন্ন খাতের শ্রমিক ইউনিয়নসহ আরও বিস্তৃত একটি জোটও পৃথক মামলা দায়ের করেছে।

নতুন মামলাটি ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে দায়ের করা হবে। এতে নেতৃত্ব দেবেন রব বন্টা ও ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল। চলতি বছরে এই মামলাটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বন্টার করা ৪৯তম মামলা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি

রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি