চারঘাটে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে কৌশলে পালিয়ে গেছে চোরাকারবারী।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় চারঘাট মডেল থানাধীন সিপাহীপাড়া এলাকার ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারীর ফেলে যাওয়া ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি বাইসাইকেল যোগে মাদক বহন করে বাঁশ বাগানের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে ধরতে গেলে বাইসাইকেল ফেলে গ্রামের ভেতর পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বাইসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ট্যাবলেট ও বাইসাইকেল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারে গায়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় চারঘাট মডেল থানাধীন সিপাহীপাড়া এলাকার ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারীর ফেলে যাওয়া ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি বাইসাইকেল যোগে মাদক বহন করে বাঁশ বাগানের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে ধরতে গেলে বাইসাইকেল ফেলে গ্রামের ভেতর পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বাইসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ট্যাবলেট ও বাইসাইকেল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারে গায়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মোঃ মাসুদ রানা রাব্বানী :