দেশে প্রথমবার নতুন মাদক এমডিএমবি বা তরল গাজার বিরাট চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। একইসঙ্গে মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ চক্রের চার সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো বলে জানিয়েছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক হাসান মারুফ জানান, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিলো। এই ধরনের মাদকের মাত্র কয়েক ফোটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া বা অবশ হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া এই মাদক সেবনকারী আক্রমনাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে হার্টের জটিল সমস্যাও হতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জানান, এটি উচ্চ মাত্রার সিনথেটিক মাদক। যা দেখতে পানির মতো এবং বিভিন্ন গন্ধ রয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ই-সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবারহ করা হতো বলে জানিয়েছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক হাসান মারুফ জানান, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিলো। এই ধরনের মাদকের মাত্র কয়েক ফোটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া বা অবশ হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া এই মাদক সেবনকারী আক্রমনাত্মক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে হার্টের জটিল সমস্যাও হতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জানান, এটি উচ্চ মাত্রার সিনথেটিক মাদক। যা দেখতে পানির মতো এবং বিভিন্ন গন্ধ রয়েছে।