চাচার সঙ্গে বাজারে মাছ কিনতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারালেন রুমান হোসেন (১৯) নামের এক কলেজছাত্র।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের চাচা ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত রুমান হোসেন ভাটিয়ালপুর এলাকার জসীমউদ্দিন জমাদারের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সকালে রুমান তার চাচা বাপ্পী (২৫) ও চাচাতো ভাই সোহাগের (১৬) সঙ্গে চৌরাস্তা এলাকায় মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রুমান মারা যান এবং তাঁর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানের চালক ইমরান হাওলাদার (২৬) ও তার সহকারী ইকরাম হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে। তারা দুজন আপন ভাই এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় তাদের বাড়ি। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।
এদিকে ছেলের এমন মৃত্যুতে বাবা জসীমউদ্দিন জমাদারসহ পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিহত রুমানের বন্ধু আজহারুল ইসলাম সাগর বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি। রুমান বেশ ধার্মিক ও বন্ধুপ্রিয় ছিল।’
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের চাচা ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানসহ চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত রুমান হোসেন ভাটিয়ালপুর এলাকার জসীমউদ্দিন জমাদারের ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সকালে রুমান তার চাচা বাপ্পী (২৫) ও চাচাতো ভাই সোহাগের (১৬) সঙ্গে চৌরাস্তা এলাকায় মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-৩১২৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রুমান মারা যান এবং তাঁর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানের চালক ইমরান হাওলাদার (২৬) ও তার সহকারী ইকরাম হাওলাদারকে (২৩) আটক করা হয়েছে। তারা দুজন আপন ভাই এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় তাদের বাড়ি। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত।
এদিকে ছেলের এমন মৃত্যুতে বাবা জসীমউদ্দিন জমাদারসহ পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিহত রুমানের বন্ধু আজহারুল ইসলাম সাগর বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি। রুমান বেশ ধার্মিক ও বন্ধুপ্রিয় ছিল।’
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অনলাইন ডেস্ক