ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:৫৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:৫৫:৫৪ অপরাহ্ন
তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ব্যক্তিগত মালিকানাধীন অবৈধ সেচ মটরের পরিত্যক্ত বোরিংয়ের ৮ ইঞ্চি ব্যাসের সরু গর্তে পড়ে যাওয়ার ২৯ ঘণ্টা পর উদ্ধার হলো দুই বছরের শিশু সাজিদ হোসেন। তবে প্রাণ ফিরে পেল না শিশুটি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে প্রায় ৪৫ ফুট গভীর সেই গর্ত থেকে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্যবহৃত নয় এমন বোরিংটির ভেতরের গর্তটি ছিল অত্যন্ত সরুÑব্যাস প্রায় ৮ ইঞ্চি এবং গভীরতা ৫০ ফুটের মতো। গর্তটি পরিত্যক্ত ও অরক্ষিত থাকায় শিশুটি পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা রাতভর উদ্ধার অভিযান চালান। গর্তের সরুতা ও গভীরতার কারণে অভিযান ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। শেষে পাশ থেকে স্কেভেটর দিয়ে মাটি খনন করে শিশুটিকে বের করা সম্ভব হয়।
তানোর থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর থেকে আমরা টানা ৩২ ঘণ্টা চেষ্টা চালিয়েছি। শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে বাঁচানো গেল না।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, গর্তটি খুবই সরু ছিল। তাই বিকল্প উপায়ে মাটি কেটে নিচে নামতে হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
শিশু সাজিদের মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার সংবাদে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও সন্তানের মৃত্যুর খবর জানতে পেরে মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সবাই চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দিলেন না।
ঘটনার পর রাজশাহীর ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক ফায়ার সার্ভিস পরিচালক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে পরিত্যক্ত বোরিং ও গর্তগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত