ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা দূর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ডিএসপি কল্পনা বর্মার বিরুদ্ধে ব্যবসায়ীর ব্ল্যাকমেল ও প্রতারণার অভিযোগ ভারতের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ গণভোট ১২ ফেব্রুয়ারি; সিইসি নাসির উদ্দীন পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা ফলাফলের উপর সেমিনার অনুষ্ঠিত জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক: হাইকোর্ট মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড সিরাজগঞ্জে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যা, নিহত হাড়ান আলী ২৫ ঘণ্টা পার হলেও উদ্ধার নয় শিশু সাজিদ, উৎসুক জনতার ভিড় সামাল দিতে বিপাকে পুলিশ নগরীর রাজপাড়ায় জামায়াত কর্মী শান্ত হত্যা; মূল আসামি রিপন গ্রেফতার জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা কাজের প্রয়োজনে যে কোনও জায়গাতেই যেতে রাজি আলিয়া নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন বেশি? কী কী সমস্যা হতে পারে তা থেকে? খসখসে ত্বক মোলায়েম হবে, হাত-পা নরম থাকবে সজনে তেলেই! রংপুরে বিভাগীয় ইজতেমা শুরু, ২ মুসল্লির মৃত্যু বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাইকোর্টের রায় রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১ রাজশাহীতে হত্যা মামলার আসামি রিপন গ্রেফতার পবিত্র রজব মাসের ফজিলত ও ইবাদত!

নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন বেশি? কী কী সমস্যা হতে পারে তা থেকে?

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০৪:১৯ অপরাহ্ন
নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন বেশি? কী কী সমস্যা হতে পারে তা থেকে? ফাইল ফটো
কারও কারও কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু মাউথ ব্রিদিং বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। বিষয়টি অনেক ক্ষেত্রেই অজান্তে হয়ে যায়। কিন্তু এই অভ্যাস যদি থাকে তবে তার জন্য নানা সমস্যা হতে পারে শরীরে। এ ব্যাপারে বিস্তারে আলোচনা করেছেন দুবাই নিবাসী এক এয়ারওয়ে ডেন্টিস্ট টিনা রোকারিয়া। তিনি বলছেন, মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকলে তাই অবিলম্বে সেই অভ্যাসে বদল আনুন। দরকার হলে জোর করেই অভ্যাস বদলান। না হলে নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে।

১. দাঁত ও মাড়ির সমস্যা: মুখ দিয়ে শ্বাস নিলে সবচেয়ে সাধারণ যে সমস্যাগুলি হতে পারে, তা হল দাঁত এবং মাড়ির সমস্যা। মুখ দিয়ে বাতাস প্রবেশ করলে লালা দ্রুত শুকিয়ে যায়। আর লালা বা স্যালাইভা মুখের ভিতরের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। মুখের ভিতরের অংশকে জীবাণুমুক্ত রাখতে এবং মুখের মধ্যে তৈরি হওয়া নানা ধরনের অ্যাসিড থেকে যে ধরনের ক্ষতি হয়, তা-ও হতে দেয় না। ফলে লালা শুকিয়ে গেলে দাঁতের ক্ষয় এবং মাড়ির নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া মুখে দুর্গন্ধও হতে পারে এই অভ্যাস থাকলে।

২. ঘুমের সমস্যা: মুখ দিয়ে শ্বাস নিলে ঘুমের মান খারাপ হতে পারে। ঘুমোনোর দীর্ঘমেয়াদি রোগের কারণও হতে পারে এই অভ্যাস। এটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঘুম ভাল না হওয়ায় সারা দিনের ক্লান্তিবোধের কারণও হতে পারে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস।

৩. মুখের গঠন পরিবর্তন: বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে মুখ দিয়ে শ্বাস নিলে মুখের পেশি ও হাড়ের বিকাশে প্রভাব পড়ে। মুখ লম্বাটে ও সরু হয়ে যেতে পারে। রাতে ঠোঁট ঠিকমতো না হওয়ায় উপরের মাড়ি বেশি দেখা যেতে পারে। দাঁতের বিন্যাসেও এর প্রভাব পড়তে পারে। অনেক ক্ষেত্রে মুখ দিয়ে শ্বাস নেওয়ার সমস্যা থাকলে উপরের সারির দাঁত উঁচু হয়ে যেতে পারে।

৪. অ্যাজমা: নাক শ্বাস-প্রশ্বাস নেওয়া বাতাসকে পরিশ্রুত করে, আর্দ্রতা বজায় রাখে এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। মুখ দিয়ে শ্বাস নিলে বাইরের বাতাস পরিশোধনের কোনও সুযোগ থাকে না। ফলে ফুসফুসে পৌঁছয় ঠান্ডা, শুষ্ক অপরিশোধিত বাতাস, যা থেকে অ্যাজমার ঝুঁকি বাড়তে পারে।

৫. ফ্যারেনজাইটিস: যাঁদের ফ্যারেনজাইটিস-এর সমস্যা রয়েছে তাঁদের গলায় ঠান্ডা বাতাস বা ধুলোভরা বাতাস গেলে সহজেই সংক্রমণ হয়। এর থেকে গলা জ্বালা করে এবং কাশি হয়। সেই সংক্রমণ অনেক ক্ষেত্রে ফুসফুসেও ছড়ায়। এই সমস্যা যাঁদের আছে, তাঁদের ক্ষেত্রেও মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতা সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা

তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা